তাসের ম্যাজিক
শুক্রবার, ৫ আগস্ট, ২০১৬
এখন আপনি শিখবেন তাসের খেলা । এ খেলায় একজন বন্ধুর প্রয়োজন হবে । . >প্রথমে বন্ধুকে বলে দিন, তাসের মধ্যে Jack-11, Queen-12, King-13 এবং টেক্কা-1 . বাকি তাস গুলোর মানতো তাতে লেখা আছেই । >এবার বন্ধুকে মনে মনে বায়ান্নটাতাসের যে কোনটা ভাবতে বলুন । >মনে মনে বন্ধুটি যে তাসটি ভাবছে তার পরবর্তি তাসের মান, মনে করা তাসটির সাথে যোগ করতে বলুন । >ফলাফলটিকে ৫ দিয়ে গুন করতে বলুন । >এবার বন্ধুকে তাসের গ্রুপের মানবলুন: ক্লাবস-6, ডায়মন্ড-7, হার্টজ-8, স্পেডজ-9 । সে যে গ্রুপের তাস ধরেছে তার মান গুনফলের সাথে যোগ করতে বলুন । >ফলাফলটা জনতে চান । >মনে মনে ফলাফল থেকে 5 বাদ দিন । এবার বন্ধুর মনে মনে ভাগ তাসটি বলে দিন। . একবার চেষ্টা করেই দেখুন না...? . . . . . . . #>>প্রকৃয়া : ধরুন আপনার বন্ধু মনে মনে ভাবছে হার্টজ এর 5 . >পরবর্তি কার্ড নাম্বার যোগ করলেহয় 5+6 = 11 . >5 দিয়ে গুন করবে 11 X 5 = 55 . >কার্ড গ্রুপ মান যোগ হবে (হার্টজ- 8) 55+8 = 63 . >'63'ফলাফলটি শোনা মাত্র তা থেকে 5 বাদ দিন 63-5 = 58 . 58 এর প্রথম সংখাটি মনে মনে ধরা কার্ড টি, দ্বিতীয় সংখাটি কার্ড গ্রুপ বলছে ।
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন