বুধবার, ৩১ আগস্ট, ২০১৬

ভালোবাসার সূএ

ভালোবাসার সূএ
x²=I, y²=U
এবং xy=5ve হলে,
(x+y)² এর মান নির্ণয় কর?
আমরাজানি, (x+y)²
=(x)²+2.x.y+(y) ²
=I+2.5ve+U
=I+l0ve+U
= I love u....

শুক্রবার, ১৯ আগস্ট, ২০১৬

Bloger

Check out @ujjalsarkar50's Tweet: https://twitter.com/ujjalsarkar50/status/766623695326412800?s=09

ভালোবাসা নয় , কস্টের গল্প

নাম করনে গল্প হলেও পৃথিবীর কোনো এক অংশে অভিনীত এক নাটকের ছোট্ট একটি অংশ এটি। জীবনের চলার পথে জনৈক বন্ধুর কাছ হতে শোনা ঘটনাটি শুনতে শুনতে ভাবছিলাম এমনোও কি হয় !
জীবনে কতো কিছুই না ঘটে। কিছু ঘটনা হয়তো স্মৃতি হতে ধীরে ধীরে মুছে যায় , কিছু স্মৃতি মনের গহীন অতলে ঠিকই ধিকি ধিকি করে জ্বলতে থাকে। গল্পটি না হয় সেই বন্ধুর মুখ থেকেই শোনা যাক।
" সারা রাত কাজ শেষে বাসায় যখন এসেছিলাম ঘড়িতে তখন ভোর ৪ টা। প্রচন্ড ক্লান্ত, ততোধিক ভয়াবহ খিদে। দু প্যাকেট নুডুলস সেদ্ধ করে তাতে সামান্য কিছু মিক্সড ভেজি মিশিয়ে ঘুমুতে যাবার সময় ঘড়িতে এলার্ম সেট করতে ভুলিনি। সকালে দূর শহর হতে আমাকে দেখতে আসবে। এতোদিন জানতাম মেয়েদেরই দেখতে আসে, এখন ছেলেদেরও দেখতে আসে। মেয়েদের যদি আনুস্ঠানিক/অনানুস্ঠিক ভাবে দেখতে যাওয়া যায় তবে ছেলেদের ব্যপারে কেনোইবা তার ব্যতিক্রম হবে ?
প্রচন্ড টেনশন হচ্ছিলো। সুন্দর কাপড় পড়তে হবে, ভালো করে নিজেকে তাদের সামনে উপস্থাপিত হতে হবে। আচ্ছা কি ভাবে কথা বল্লে তারা ইমপ্রেসড হবেন ! ইত্যাদি নানান সব ভাবনা। ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে পড়েছিলাম টেরই পাইনি।
মোবাইলের রিঙের শব্দে ঘুম যখন ভাঙলো তখন ঘড়ির কাঁটা কোন ঘরে ছিলো সেটাও মনে নেই। আজকালকার ডিজিটাল ঘড়িতে অবশ্য কাঁটার বদলে সংখ্যা ভাসে। অচেনা নাম্বার থেকে ঘুম জড়ানো গলায় হ্যালো বলতেই শুনতে পেলাম উনারা আর মাত্র ১ ঘন্টার দূরত্বে রয়েছেন। ক্লান্ত শরীরে এটা শোনার পরও আবার কখন যে ঘুমিয়ে পড়েছিলাম মনে নেই। ঘুম যখন ভাঙলো তখন দড়জায় উনারা দাঁড়িয়ে। গরীবের ভাঙা কুটির দেখে আশাহত যে হয়েছিলেন সেটা বুঝতে পেরেছিলাম। চা এর কথা বলতেই উনারা বল্লেন বাহিরে কোথায় খেতে খেতেই না হয় আলাপ সারা যাবে।
পকেটে একাউন্ট নিংরে বের করা সবটুকু টাকা নিয়ে রেস্টুরেন্ট গিয়ে ভাবছিলাম কি কথা হবে। মানুষের চোখ নাকি অনেক কিছু বলে দেয়। আমি তাদের চোখ পড়বার চেস্টা করছিলাম। চেস্টা করছিলাম তাদের গলার স্বর থেকে মনের ভাব বোঝার। আপ্রান চেস্টা ছিলো তাদের সন্তুস্ট করবার। কত কিছু ভেবে রেখেছিলাম। কিছুই জানতে চাইলেন না। কথায় দায়সারা ভাব, যেনো ইন্টারভিউ বোর্ডে আগেই সিলেক্ট করা প্রার্থীকে চাকুরি দেবার জন্য অন্য সব প্রার্থীকে অবান্তর অপ্রাসংগিক সব প্রশ্ন করা।"
তার পর কি হলো বস ?
" কি আর হবে, সব কিছু শেষে উনারা আমাকে নামিয়ে চলে গেলেন। আমি তাকিয়ে তাকিয়ে দেখলাম উনাদের গাড়ি আস্তে আস্তে ধীরে দূরে হারিয়ে যাচ্ছে।"
তার পর?
" তারপর আর কি, জীবন জীবনের মতো চলতে থাকে। স্বপ্ন দূস্বপ্নে পরিনত হলো। এক সময় সব কিছুই স্বাভাবিক হয়ে এলো তবুও সে সব ঘটনা ভুলতে পারি না। মাঝে মাঝে শেখ সাদির সেই গল্পের কথা মনে পরে; পোষাক দিয়ে মানুষ যাচাই। টাকা দিয়ে মানুষ যাচাই, চেহারা দিয়ে মানুষ যাচাই। অথচ কেউই মানুষের ভেতরটাকে দেখতে চায় না, জানতে চায় না, বুঝতে চায় না। "
তার পর ?
"জীবনতো আর থেমে থাকে না। ভালো আছি, সুখে আছি, শান্তিতে আছি । সে সময় সব কিছুই বুজতে পেরেছিলাম, প্রসন্ড কস্স্ট লাগছিলো কিন্তু সবসময় জানতে ইচ্ছে হয় ঠিক কি কারনে উনারা আমাকে অপছন্দ করেছিলেন।"
টেলিফোনে হাজার মাইল দূর থেকেও উনার দীর্ঘনিঃশ্বাষ শুনতে পাচ্ছিলাম। জীবনটা আসলেই বড্ড বিচিত্র। বিশাল এক নাট্য মন্চ, আমরা যার যার ভুমিকায় অভিনয় করে যাচ্ছি সুনিপুন

মঙ্গলবার, ১৬ আগস্ট, ২০১৬

My Logo

আনেক ষ্ট করে এই লগো টা বানালাম

বৃহস্পতিবার, ১১ আগস্ট, ২০১৬

বিজ্ঞানের কথা

আমাদের দেশ বিজ্ঞান ও প্রযুক্তিতে অনেক
পিছিয়ে । বিজ্ঞান জানতে হবে,বুঝতে হবে ।
বিজ্ঞান ও নানা প্রযুক্তিকে জানার জন্যই
গ্যালাক্টিকা ম্যাগাজিনটি। পুঁথিগত বিদ্যার
বাইরে এসে সবার অলোচনার মাধ্যমে আমাদের
দেশের বিজ্ঞান এগিয়ে যাবে এই প্রত্যাশা নিয়ে
পথ চলা শুরু ম্যাগাজিনটির। জানবো, বুঝবো,
শিখবো এটিই হল সম্পূর্ণ বিনামূল্যের
অনলাইন ম্যাগাজিনটির মূলমন্ত্র।
লক্ষ্য ও উদ্দেশ্য:
১. ছাত্র-ছাত্রীদের বিজ্ঞান শিক্ষায় আগ্রহী
করে তোলা ।
২. বিজ্ঞানের কঠিন বিষয়গুলোকে সহজভাবে
উপস্থাপন করা ।
৩. ছাত্র-ছাত্রীদের নতুন নতুন প্রযুক্তির সাথে
পরিচিত করে তোলা ।
৪. পাঠ্যবইগুলোর নানান বিষয়ের সহজবোধ্য
ব্যাখ্যা দিয়ে শিক্ষার্থীদের বিজ্ঞানভীতি দূর
করা ।
৫. সর্বোপরি, সকল মানুষের জন্য বিজ্ঞান
নিয়ে আলোচনার জন্য একটি ক্ষেত্র তৈরি করা

শুক্রবার, ৫ আগস্ট, ২০১৬

এখন আপনি শিখবেন তাসের খেলা । এ খেলায় একজন বন্ধুর প্রয়োজন হবে । . >প্রথমে বন্ধুকে বলে দিন, তাসের মধ্যে Jack-11, Queen-12, King-13 এবং টেক্কা-1 . বাকি তাস গুলোর মানতো তাতে লেখা আছেই । >এবার বন্ধুকে মনে মনে বায়ান্নটাতাসের যে কোনটা ভাবতে বলুন । >মনে মনে বন্ধুটি যে তাসটি ভাবছে তার পরবর্তি তাসের মান, মনে করা তাসটির সাথে যোগ করতে বলুন । >ফলাফলটিকে ৫ দিয়ে গুন করতে বলুন । >এবার বন্ধুকে তাসের গ্রুপের মানবলুন: ক্লাবস-6, ডায়মন্ড-7, হার্টজ-8, স্পেডজ-9 । সে যে গ্রুপের তাস ধরেছে তার মান গুনফলের সাথে যোগ করতে বলুন । >ফলাফলটা জনতে চান । >মনে মনে ফলাফল থেকে 5 বাদ দিন । এবার বন্ধুর মনে মনে ভাগ তাসটি বলে দিন। . একবার চেষ্টা করেই দেখুন না...? . . . . . . . #>>প্রকৃয়া : ধরুন আপনার বন্ধু মনে মনে ভাবছে হার্টজ এর 5 . >পরবর্তি কার্ড নাম্বার যোগ করলেহয় 5+6 = 11 . >5 দিয়ে গুন করবে 11 X 5 = 55 . >কার্ড গ্রুপ মান যোগ হবে (হার্টজ- 8) 55+8 = 63 . >'63'ফলাফলটি শোনা মাত্র তা থেকে 5 বাদ দিন 63-5 = 58 . 58 এর প্রথম সংখাটি মনে মনে ধরা কার্ড টি, দ্বিতীয় সংখাটি কার্ড গ্রুপ বলছে ।

তাসের ম্যাজিক

বৃহস্পতিবার, ৪ আগস্ট, ২০১৬

~ফেসবুক পাসওয়ার্ড হাইজ্যাকরিসেটট্রিক…/..! এই টিউনটি বিশেষভাবে তাদের জন্যযারা দিনের ২৪ ঘন্টা ফেসবুকআইডি হ্যাকিং এর চিন্তায়মশগুলথাকেন । এমনকি আইডি হ্যাককরে দিতে পারলে জমি লিখে দিতেওউদ্দত হন । কিংবা কাঙ্খিতআইডি হ্যাককরতে পারলে মসজিদে মিলাদদেয়ারমত কাজ করবেন বলে জানান ....তাদের জন্য বলছি । ফেসবুকআইডি হ্যাকিং কখনোই কোনসুস্থসমাধান না । নিয়মতান্ত্রিকউপায় এযেকোনো কিছু করাই ভাল ।অবস্থারঅতিমাত্রিকতা উপলব্ধি পূর্বকএই টিউনলিখতে বাধ্য হলাম । এরসাহায্যনিয়ে কারো ক্ষতির জন্যআমি দায়ী না । ফেইসবুকআইডি যতগুলো পদ্ধতিতে হ্যাককরা যায় এটি তার মধ্যে অন্যতমএডভান্সড একটি পদ্ধতি ।তাহলে শুরুকরা যাক ।এটির জন্য আপনারপ্রথমে লাগবে একটি সেলফোননাম্বার যেটি কোন ফেসবুকআইডি এরসাথে সংশ্লিষ্ট নয় । সেইনাম্বারথেকে আপনাকে FBলিখে 32665নাম্বারে পাঠাতে হবে ।ফিরতি এস এমএস এআপনাকে একটি ভেরিফিকেশানকোড এবং একটি ইউ আর এলপাঠাবে । একজন নরমাল ইউজারএই কোডটি নিয়ে তারআইডি তে সংযুক্ত করবে ওফোন নাম্বার ভেরিফাইডকরবে । কিন্তু আমরা এখানেইট্রিককাজে লাগাব । আপনি যে ইউআর এলটি এস এম এস এ পাবেন ...সেটি আপনাকে ভিক্টিমকে দিয়ে ক্লিককরাতে হবে । ইউ আর এলটি অনেকটা এমন হবেhttps:// m.facebook.com/l/b7rThgahuYtআপনি কিভাবে করাবেনসেটা আপনাকে ভেবে বেরকরতে হবে । আমারক্ষেত্রে আমি কাজটা প্রফেশনালওয়ে তে করেছি । কারনসাধারন ভাবেকরলে সাফল্য পাবারসম্ভাবনা খুবই কম। আমি একটি সার্ভারথেকে পি এইচপি মেইলার দিয়ে ... অনেকগুলমেইলআইডি তে মেইল সেন্ডকরেছি ।।আপনি ভাবতে পারেন ,আমি হয়তো ধরাপড়ে যেতে পারি ।না ধরা পড়ব না । আমি মেইল থেকে ফেসবুক এরলেয়াউটনিয়েছি এবং Facebook Securityথেকে মেইল করেছি । অর্থাৎএকজনইউজার ঘূর্ণা ক্ষর এও টেরপাবে না মেইলটি আমি পাঠিয়েছি না ফেসবুক। এখন যখন আপনার ভিক্টিমমেইলটি পাবে তখনসে অনেকটা এরকমলেয়াউট দেখতে পাবে ।এবং আমারদেখামতে শতকরা ৭০ ভাগমানুষ এইধরনের ফাঁদে পা দেয় । মেইলের বিষয়হিসেবে আপনি দিতে পারেন ...যে সে স্প্যাম করেছিলবা তারআইডি থেকে অনেকবেশি ইনঅ্যাপপ্রোপিয়েটরিকোয়েস্টআসছিল ইত্যাদি । আপনি বিষয়হিসেবে যেটিই দেন না কেনঅবশ্যইযুক্তিসঙ্গত কিছু দেবেন । এখনভিক্টিম লিঙ্ক এ ক্লিককরলে ...একটি পেজ এযাবে যেখানে তাকে এটি একটিভেটকরতে বলা হবে ।এবং সেখানে যে ভেরিফিকাশানকোডদেয়া থাকবে সেটি হলআপনার নাম্বার এআসা ভেরিফিকেশান কোড ।এবং কোডটি বক্স এ দেয়াই থাকবে । এখনএক্টিভেট এ ক্লিককরলে আপনি আপনার মোবাইলএ একটি এসএম এস পাবেন ... যে নাম্বারটি অ্যাকাউন্ট এ সংযুক্তহয়ে গেছে ।তখন আপনার মোবাইল এএকটি লিঙ্কপাঠানো হবে । সেটি তে ক্লিক করুন ... ক্লিককরলে আপনি এই পেজটি তে চলে আশবেন । এই কাজটি অনেকদ্রুত সম্পন্ন করাই শ্রেয় এখনফরগোট পাসওয়ার্ড এ ক্লিক করুন।তাহলে আপনি রিসেটঅপশনগুলো পাবেন ।আপনি সেখানে আপনারনাম্বারদেখতে পাবেন । এবার আপনারনাম্বারে কোড পাঠাবেন ।এবং সাথে সাথেই আপনারনাম্বারে ইউআর এল সহ ভেরিফিকেশানকোড আসবে ।আপনি সেই কোডবসিয়ে দেবেন । এরপরআপনি পাসওয়ার্ড রিসেট অপশনপাবেন । পাসওয়ার্ড রিসেটকরে দিনকাজ শেষ । এরপর ফেসবুকআপনাকে লগিন এরমাধ্যমে ভিক্টিম এর সেটিংসপেজে নিয়ে যাবে । যেইআইডি দিয়ে এইটিউটোরিয়াল তৈরি করলাম ।সেটি একটি মেয়ে এরআইডি ছিল ।এবং সে সেই সময় চ্যাট করছিল ।আমি তাই কিছু না করে তারলাইভ চ্যাটকরা দেখছিলাম । কিছুক্ষণ পরসে লগআউট করলে আমি পুরো নিয়ন্ত্রণনিয়ে নেই । যেহেতুআমি পাসওয়ার্ডরিসেট করার সময় সব ডিভাইসথেকেইলগড ইন ছিলাম তাইসে ঘূর্ণাক্ষর এও টেরপায়নি যে কি হয়েছে ।আশা করি আমার টিউনটি পড়ে এক বিশেষশ্রেণীর মানুষের ফেসবুকআইডি হ্যাকিং সংক্রান্ত সকলআক্ষেপঘুচে যাবে ।হয়তো এটি অনেকে কপি পেস্টকরে নিজেদের নামেওচালাবেন ... যারা এটা করবেনতারা অবশ্যইকপি পেস্ট করার আগে এইটেকনিকভালভাবে আয়ত্তে আনবেন ।তা না হলে দেখা যাবে আপনাকে কেউকোন প্রশ্ন করলে তার কোনউত্তরআপনি দিতে পারবেন না । ..আল্লাহ হাফেজ,,,

Admin Ujjal